সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কক্সবাজার পৌরসভায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়ার নির্দেশ মেয়রের 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়ার নির্দেশ মেয়রের 

নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন, কক্সবাজার পর্যটন শহর। এ শহর নিরাপদ, নির্ভয় থাকবে ভ্রমণকারী পর্যটকসহ সাধারণ মানুষ। পৌরসভায় যেসব রোহিঙ্গা বসবাস করেন তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যান। 

আমি দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকা জুড়ে রোহিঙ্গা বিতাড়ণে অভিযান চালানো হবে। রোববার (১৮ জুন) কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা ও অভিননন্দন প্রদান অনুষ্ঠানে মাহাবুবুর রহমান একথা বলেন।

কক্সবাজারস্থ শাপলাপুর সমিতি আয়োজিত অনুষ্ঠানে মেয়র মাহাবুবু পৌর এলাকার কোন ভাড়া বাসা, ইজিবাইক, রিকশা মালিকদের রোহিঙ্গাদের ভাড়া না দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কক্সবাজারে ছিনতাই, চুরিসহ নানা অপরাধে রোহিঙ্গারা জড়িত রয়েছেন। এসব রোহিঙ্গাদের পৌর এলাকা ত্যাগ করতে হবে।

একই সময় তিনি আবারও অবৈধ নালা দখলদার, অবৈধ পাকিং স্টেশন পরিচালনাকারীদের সর্তক করে নিজ দায়িত্বে সরে যাওয়ার আহ্বান জানান। স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন পৌর শহর উপহারের প্রতিশ্রুতি দেন।

কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির আহ্বায়ক নুরুল হুদা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন সিকদার, অ্যাড. সোহেল রানা। কোরআন তেলোয়াত করেন মাওলানা শহিদুল্লাহ।

এরপর মেয়র মাহাবুবর মুক্তিযোদ্ধা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

টিএইচ